Chomok.top

Chomok.top
Chomok.top

chomok.top

chomok.top

কালিয়াকৈরে তিনদিন যাবত অবরুদ্ধ ৫টি পরিবার

 

জোরপূর্বক রাস্তায় বেড়া দেওয়াই ৫ পরিবার তিনদিন যাবত অবরুদ্ধ


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তয় বাঁশের বেড়া দেওয়ায় তিন দিন যাবত অবরুদ্ধ রয়েছে বড় গোবিন্দপুর গ্রামের ৫ টি পরিবার। এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় অবরুদ্ধ রয়েছেন তারা।



অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশি আনোয়ার ও আফাজ উদ্দিন দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে আড়া-আড়ি বেড়া দেয়।ফলে বন্ধ হয়ে যায় দীর্ঘ দিনের চলাচলের এই রাস্তাটি।রাস্তা বন্ধ করে দেওয়ার পর থেকে ওই গ্রামের সিদ্দিকুর রহমান, ছালাম,সফিকসহ ৫ টি পরিবার গত তিন দিন যাবত অবরুদ্ধ রয়েছেন। এঘটনায় শনিবার দুপুরে ছালাম মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই সামিয়া রহমান জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Chomok news

Chomok news

Chomok.top

Chomok.top

Chomok news

Chomok news

Chomok.top

Chomok.top