কালিয়াকৈরে আন্তর্জাতিক প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধন
প্রদর্শনী স্টল গেট |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সারা দেশের ন্যায় আন্তর্জাতিক প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ।(১৮ এপ্রিল ২০২৪) বৃহস্পতিবার সারাদেশের ন্যায় কালিয়াকৈর উপজেলার উদ্বোধনী অনুষ্ঠান একযোগে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী স্টল |
এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে ৪০ স্টাইলে স্থাপন করা হয়। পরে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত করে ১২ জন উদ্যোক্তা কে চেক ও অংশগ্রহণকারী সবাইকে সনদ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্বুর সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, ওসি অপারেশন জুবায়ের আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন খামারিরা ।