বিনোদন কেন্দ্র নন্দন পার্কে বাহিরের দূষিত পানি এসে পরিবেশ নষ্ট হচ্ছে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে নন্দন পার্কের ভিতরে বাইরের দূষিত পানি প্রবেশ করায় পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে।
নন্দন পার্কের কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী এলাকার বাড়ইপাড়া এলাকায় ২০০৩ সালে বৃটিশ, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ মালিকানায় সম্পূর্ণ নিজস্ব জমির উপর গড়ে উঠেছে নন্দন পার্ক । যে টি ছিল পরিস্কার পরিচ্ছন্ন ও পারিবারিক একটি বিনোদন কেন্দ্র । আশেপাশের শিল্পকারখানা ও বাসাবাড়ীর পানি নিস্কাশনের কোন ব্যাবস্থা না থাকার কারনে ময়লা আবর্জনা সহ দুষিত পানি পার্কের ভিতরে প্রবেশ করায় দুষিত হচ্ছে পার্কের পরিবেশ , পানি নষ্টের কারনে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এবং ধ্বংস হচ্ছে জীবও বৈচিত্র্য । অন্যদিকে ময়লা পানির দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা। বিশেষ করে প্যাডেল বোড এর লেকের পানি ব্যবহারের অযোগ্য। এখানে কোন ধরনের রাইড ব্যাবহার করা যায় না । দূর্গন্ধযুক্ত পানি নিষ্কাশন করে আসেপাশের গ্রামবাসী এবং নন্দন পার্কের সমস্যা স্থায়ী ভাবে সমাধান করার জন্য সাহায্য চেয়ে স্থানীয় সরকার ও প্রশাসন বরাবর লিখিত ভাবে আবেদন করা হয়েছে ।
সবুজ আহমেদ ,তুহিন হাসান,সাগর হোসেন,মানিক সহ দর্শনার্থীরা জানান, পানিতে বোড দিয়ে ঘুরতে গেলে পানি থেকে গন্ধ আসছে ।বেশিক্ষণ পানিতে থাকা যাচ্ছে না। এবং বাচ্চাদের নিয়ে ঠিকমতো বোড চালানো যাচ্ছে না।
নন্দন পার্কের কোম্পানি সেক্রেটারী খাইরুল ইসলাম জানান, বাইরের বসতবাড়ির বর্জ্যের ময়লা আবর্জনার পানি নন্দন পার্কের ভিতরে ঢুকে পরিবেশ নষ্ট করছে ।এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।