কালিয়াকৈরে কিরণ মাহমুদ ওয়ার্সির নেতৃত্বে পাঁচ হাজারের অধিক লোক নিয়ে মোটরসাইকেলের নির্বাচনী প্রচারণা
আসন্ন কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে ৫ হাজারের অধিক লোক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম আজাদের মোটর সাইকেল প্রর্তীকের এক নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।
শনিবার ( ১৮ ই মে) বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে উপজেলার সফিপুর বোটমিল এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম আজাদের মোটর সাইকেল প্রর্তীকের নির্বাচনী প্রচারনা ও পথসভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধুর সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্সি ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম জিন্না, কালিয়াকৈর পৌরসভার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তাসির মাহমুদ দিপু ও সাধারন সম্পাদক কাজী মিঠু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার ও সাধারন সম্পাদক কানিজ ফাতেমা, উপজেলা বঙ্গবন্ধুর সৈনিক লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন সহ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণ।