কালিয়াকৈরে মোটরসাইকেলের কর্মীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রচারে বাধা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোটরসাইকেল প্রতীকের কর্মী সাবেক ব্যাংকার নুরুল ইসলাম ।
সোমবার (২০ ই মে) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংকার (জনতা ব্যাংক), বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ- সাধারণ সম্পাদক। রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো ঃ সেলিম আজাদের মোটর সাইকেল প্রতীকের নির্বাচন ও সমর্থন করায় আমাকে সোমবার সকালে উপজেলার সাহেব বাজার এলাকায় শ্রীফলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ২১ তারিখের পর কালিয়াকৈর থাকতে পারবেনা বলে হুমকি দেন। কালিয়াকৈর থাকতে হলে মোটর সাইকেল নির্বাচন করা যাবে না। নির্বাচন করতে হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন সিকদারের আনারস মার্কার নির্বাচন করতে হবে, না করলে নির্বাচনের পরের দিন কালিয়াকৈর ছাড়া করবো।
এছাড়াও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ মাহমুদ ওর্য়াসি, সহ সভাপতি আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওর্য়াডের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইসরাফিল ইসলাম সহ বঙ্গবন্ধু সৈনিক লীগের অন্যান্য নেতা কর্মীরা।