কালিয়াকৈরে আওয়ামী-লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী-লীগের সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৩ শে জুন) বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্শির আয়োজনে কালিয়াকৈর ট্রাক-স্ট্যান্ড এলাকায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সেবা শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যালি করে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্শি। আরো উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম জিন্না, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেন, কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তাসির মাহমুদ, কালিয়াকৈর পৌরসভার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কাজী বিল্লাল হোসেন মিঠু, কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু মহিলা সৈনিক লীগের সভাপতি জেসমিন আক্তার, বঙ্গবন্ধু মহিলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক কানিজ সাথী সহ কালিয়াকৈর বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।