কালিয়াকৈরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুরআন খতম ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই, শনিবার সকাল ১১টায় কালিয়াকৈর প্রেসক্লাব অডিটরিয়ামে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব সেলিম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মনোয়ার হোসেন শাহিন। আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলীম,প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি- এম তুষারী, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি- মাহবুব হাসান মেহেদী, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ও চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি সেলিম হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি কামাল হোসেন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের জীবনী ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন।