কালিয়াকৈরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌর ও উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে এক যুগে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে কালিয়াকৈর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড লতিফ পুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।,ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি হযরত আলী মিলন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন। বক্তারা পিলখানা হত্যা, সাগর রুনি হত্যা, হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ বিগত ষোল বছরের সকল গুম,খুন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার দাবি করেন।