ঢাকা- টাংগাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা, ভোগান্তিতে যাত্রীরা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা- টাংগাইল মহাসড়কের খাড়া জোড়া নামক এলাকায় বুধবার দুপুর থেকে বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ সময় উভয় পাশে ছয় কিলোমিটার দীর্ঘ যান জটের সৃষ্টি হয়েছে। এ সময় যাত্রীদের অসহায় দুর্ভোগ পোহাতে হয়। অপরদিকে মহাসড়ক অবরোধের দুই ঘন্টা পর শিল্পপুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের উত্তেজনার সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবি,শ্রমিকরা গত তিন মাসের বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছে।গত তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি করে তালবাহানা করছেন।
শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতনের সমাধান করা হবে। তবে বিকেল দুইটা পযর্ন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে।