গাজীপুরের গন অধিকার পরিষদের নেতা-কর্মীদের উদ্দীপনা
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি:
গণ অধিকার পরিষদের নিবন্ধন পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২২ সেপ্টেম্বর বিকেলে, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক পাঠান আজাহারের নেতৃত্বে নেতাকর্মীরা গাজীপুর মহানগরের কাশিমপুর এবং কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। এই শুভাযাত্রায় গাজীপুর জেলার গণ অধিকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মান্নান দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ শুভাযাত্রা শেষে বাইপাস এলাকায় একটি সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়। সভায় মোঃ সাইদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঠান আজাহার। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন এবং সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনাটি উল্লেখ করে নিন্দা জানান। এছাড়াও, তিনি কোটা সংস্কারের প্রয়াসে সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের ভূমিকার প্রশংসা করেন এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।