কালিয়াকৈরে মিথ্যা মামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে মোঃ সাইজুদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল একটি পত্রিকা ও অনলাইনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের দাবি করে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
আজ সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে পৌর বিএনপি'র কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেন।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন বলেন, জনপ্রিয় নেতাকে এবং আমাদের দলকে বিব্রত করার জন্য যন্ত্রের অংশ হিসেবে গতকাল যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক সংবাদ।সংবাদে যে ৩২ শতাংশ জমি ও দোকানের কথা বলা হয়েছে তা সাইজুদ্দিনের রেজিস্ট্রিকৃত সম্পত্তি।
বিগত সরকারের আমলে অবৈধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশে গাজীপুরের এসপি হারুনের প্রত্যক্ষ মদদে সাইজুদ্দিন আহম্মেদের নামে মিথ্যা মামলা দেয়া হয় এবং এই সম্পত্তি গুলো জোরপূর্বক দখল করে নেয়া হয়।
একই সঙ্গে ঝুট ব্যবসা ও অন্যান্য দখল সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র মূলক ও বানোয়াট যাহার কোন তথ্য প্রমাণ ওই সাংবাদিক দেখাতে পারবে না।
এই সংবাদ প্রচারে যারা এই সাংবাদিককে পরোচিত করেছে তারা প্রত্যেকেই জুলাই - আগস্ট বিপ্লবে সফিপুরে নিহত ছাত্র- জনতার হত্যার আসামী এবং পতিত স্বৈরাচারের দালাল।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক সারোয়ার হোসেন আকুল(সাবেক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর) কালিয়াকৈর পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার জুলফিকার জনি, প্রমুখ।