কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ভোরে সূর্য্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা ও শহিদের সস্বরণে মোনাজাত পালনের পর, কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিল, বিএনপির স্থায়ী নির্বহী কমিটির সদস্য সাবেক মেয়র মুজিবুর রহমান কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পদক হুমায়ুন কবির খান, বিএনপির মহা-নগর সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে পুলিশ প্রশাসন জাতীয় পতাকাকে সালাম প্রদান হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারর্বগ নিজ হতে ফুল দিয়ে সম্মামনা প্রদান করেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি , কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়দ মাহমুদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।