কালিয়াকৈরে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কালিয়াকৈর বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে "হৃদয়ে কালিয়াকৈর" নামক ফেসবুক গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় হৃদয়ে কালিয়াকৈর গ্রুপের প্রধান নির্বাহী ডালিমুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হৃদয় কালিয়াকৈর গ্রুপের এডমিন এস এম রাজু, মডারেটর ঝর্ণা আক্তার, সায়েম সারোয়ার, বিপ্লব, মারুফ সহ হৃদয় কালিয়াকৈর ফেসবুক গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।