আয়না ঘরে যাদের বন্দি রেখেছিল তাদের অনেকেই এখনো নিখোঁজ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, নানা অন্যায় অত্যাচার, মামলা, জেলজুলুম, রিমান্ডের মাধ্যমে দেশ চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ক্ষমতায় থাকার জন্য তিনি যাদের আয়না ঘরে বন্দি করে রেখেছিল, তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে । যাদের অনেককে আমরা এখনো খুঁজে পাইনি। তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার নষ্ট করেছিল। আমরা লড়াই করে শেখ হাসিনাকে বিদায় করেছি। কিন্তু এখনো আমাদের লড়াই শেষ হয়নি। এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের এ যুদ্ধ চলছে চলবে। যতদিন পর্যন্ত না এদেশে জনগণের ভোটে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, ততদিন আমাদের যুদ্ধ চলবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি। দেশের জন্য গণতন্ত্রের জন্য ও দেশবাসীর জন্য তিনি দেশ ত্যাগ করেননি। তিনি ৭ বছর কারা বরণ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন উনাকে এক কাপড়ে বের করে দিয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপবাদ দিয়েছিল। তিনি নাকি দুর্নীতিবাজ। কিন্তু এটা তারা প্রমাণ করতে পারেনি। তার নামে ঢাকা শহরে কোনো বাড়ি নেই। তিনি সততা ও নিষ্ঠার সাথে জীবন-যাপন করেছেন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে তারেক রহমানকে ও বিএনপিকে বিব্রত হতে হয়। তবে সবাই ঐক্যবদ্ধ থেকে এগিয়ে গেলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ।
কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শিপলু বকশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সোহেল উদ্দিন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, সদস্য সচিব আশরাফ চৌধুরী শাওনসহ উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা, পৌর সেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দেশের প্রবাসী সেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।